বিনোদন
খলনায়িকা হয়ে ফিরছেন ‘স্বাগতা’
প্রবাহ বিনোদন: জয়নাল আবেদিনের ‘শত্রু শত্রু খেলা’ (২০০৭) ছবিতে মান্না ও মৌসুমীর সঙ্গে অভিনয় করেছিলেন জিনাত সানু স্বাগতা। অভিষেক ছবিতেই করেছিলেন খল চরিত্র। দীর্ঘ ১৭ বছর পর আবার পর্দায় খলনায়িকা হবেন অভিনেত্রী, অঞ্জন আইচের ওয়েব ছবি ‘কিশোরী’ তে। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। স্বাগতা বলেন, ‘আমি সব সময় চরিত্রের ভিন্নতা খুঁজে বেড়াই। গল্পটা শুনেই মনে হয়েছে কাজটা করা উচিত। এখানে খলনায়িকা মানে সংসার ভাঙা বা কুটনামি করা মহিলা নয়, একেবারে মারমার কাটকাট একটা চরিত্র। দর্শকের ভালো লাগবে ছবিটি। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও ওটিটিতেও ‘কাইজার’ নামের একটি ওয়েব সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। গেল বছর মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘অসম্ভব’ সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে স্বাগতা অভিনীত দুই সিনেমা ‘মানুষের বাগান’ ও ‘দেয়ালের দেশ’।