বিনোদন

ওয়েব সিরিজের দুনিয়ায় জয়া

প্রবাহ বিনোদন: প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নতুন এই সিরিজের নাম ‘জিম্মি’। এটি নির্মাণ করবেন ‘মহানগর’ খ্যাত আশফাক নিপুণ। গত মঙ্গলবার দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘জিম্মি’ তারই একটি। খুব শিগগিরই সিরিজটির শুটিং শুরু হবে। তবে এতে জয়া আহসান ছাড়া আর কে রয়েছেন তা এখনো জানা যায়নি। গল্পে দেখা যাবে, সরকারি নি¤œপদস্থ কর্মচারী একজন মহিলা ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাক্সক্ষী মহিলাটি একদিন অফিসের স্টোররুমে একটা বড় অঙ্কের টাকার বাক্স পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে মহিলাটি। এদিকে চতুর্থবারের মতো ফিল্মফেয়ারের মনোনয়ন পেলেন জয়া আহসান। এর মধ্যে ‘দশম অবতার’ সিনেমার শ্রেষ্ঠ অভিনেত্রী এবং ‘অর্ধাঙ্গিনী’র জন্য এ বছর তিনি পেয়েছেন পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন। এর আগে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। উল্লেখ্য, ‘গল্পের নতুন অধ্যায়’ শিরোনামে তাদের নতুন সিজনে নির্মিত হচ্ছে আরও পাঁচটি সিরিজ। সিরিজগুলোতে কলকাতা এবং বাংলাদেশি শিল্পীদের দেখা মিলবে। এছাড়াও প্রথমবারের মতো হইচয়ের সঙ্গে হাজির হবেন বেশ কয়েকজন ঢাকাই তারকা এবং নির্মাতা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button