বিনোদন

‘প্রে ফর ক্যালিফোর্নিয়া-ইউএসএ’-জায়েদ খান

প্রবাহ বিনোদন : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ। বাদ যায়নি সেখানকার রুপালি পর্দার তারকারাও। এখন পর্যন্ত হলিউডের বেশ কয়েক তারকার বসতবাড়ি দাবানলে ভস্ম হয়েছে বলে খবর পাওয়া গেছে। এমন সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানকার পরিস্থিতি নিয়ে বেশ সরব তিনি। শুধু তাই নয়, হলিউডে দাবানলের এমন আঁচ লাগায় মন কাঁদছে তার- জানালেন এমনটাই। গত শুক্রবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কিছু ভয়াবহ দৃশ্য তুলে ধরেন জায়েদ খান। সেই পোস্টে ক্যালিফর্নিয়ায় এই বিপর্যয়ের জন্য দোয়া-প্রার্থনার আহ্বান করেন তিনি। ক্যাপশনে লেখেন, প্রে ফর ক্যালিফোর্নিয়া-ইউএসএ। এদিকে জায়েদ খান গণমাধ্যমে জানান, আমেরিকার যেসব জায়গা দাবানলের আগুনে পুড়ছে, সেসব জায়গাতে একটা সময় বহুবার গিয়েছেন তিনি। বলেন, ‘অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে হলিউডে অনেক আর্টিস্টদের বাড়ি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে।’ হলিউড তারকাদের প্রতিই সমবেদনা প্রকাশ করতে পোস্টটি করেছেন বলেও জানান জায়েদ খান। এও বলেন, ‘আমার ভেতরটা সত্যিই কাঁদছে।’ প্রসঙ্গত, ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো। সাধারণদের পাশাপাশি সেখানকার অনেক তারকার বাড়িও পুড়েছে। তাদের মধ্যে ক্ষতিগ্রস্তরা হলেন, মার্কিন তারকা প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, অ্যাডাম ব্রডি, মার্ক হ্যামিল, জেমস উডসসহ একাধিক তারকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button