বিনোদন

প্রথমবারের মতো আলমগীর আসছেন পডকাস্টে

প্রবাহ বিনোদন : সবাই তাকে বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি বলেন। তবে আমাদের বাংলা চলচ্চিত্রের এই মহাতারকা নিজেকে একজন অভিনেতাই ভাবেন। তিনি মনে করেন একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। তারা বিরতি নিতে পারেন। নতুন খবর হলো বাংলা চলচ্চিত্রের এই চিরসবুজ তারকা প্রথমবারের মতো একটি পডকাস্টে আসছেন। ‘আমি আলমগীর’ শীর্ষক এই শো’তে তিনি দর্শকদের উদ্দেশ্যে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন। তবে প্রথমেই তার সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন তিনি। এ প্রসংঙ্গে আলমগীর বলেন, আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সম্মান জানাতে চাই। গত রবিবার রাত আটটায় ঊুব ঙহ ফেসবুক পেজ ও ঊুবং ঙহ ঝঃঁফরড় ইউটিউব চ্যানেলে শো’টির টিজার উন্মুক্ত হয়। আগামী রবিবার রাত আটটায় এটির প্রথম পর্ব শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button