বিনোদন

দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি

প্রবাহ বিনোদন: বাংলাদেশি নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বহুল প্রশংসিত সিনেমা ‘বলী’ (দ্য রেসলার) আগামী ৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্য লাভের পর এবার দেশের দর্শকরা এই সিনেমাটি উপভোগ করতে পারবেন। সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার অর্জন করেছে। এর আগে ‘বলী’ সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে। এ ছাড়াও, এই সিনেমাটি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছিল এবং বাংলাদেশ থেকে অস্কারে প্রতিনিধিত্ব করেছে। নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী গণমাধ্যমকে বলেন, “৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দিচ্ছি। আমরা ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি এবং শেষ মুহূর্তের কাজগুলো সম্পন্ন করছি।”সিনেমার প্রযোজক পিপলু আর খান জানিয়েছেন, “আমাদের প্রথম পরিকল্পনা ছিল ১৪ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার, তবে পরিচালকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ৭ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”‘বলী’ সিনেমার কাহিনি চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী বলীখেলা এবং উপকূলীয় মিথকে কেন্দ্র করে তৈরি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, যিনি একটি খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন। আরও আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম সহ অনেক প্রশংসিত শিল্পী। চলতি বছর সরকারি অনুদানে নির্মিত ‘বলী’ সিনেমাটি সাগরপাড়ের সংস্কৃতি এবং ঐতিহ্য বিশে^র সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্মিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button