বিনোদন

নসিব: ব্ল্যাক ম্যাজিক আর থ্রিলারের এক অনন্য মিশ্রণ’

প্রবাহ বিনোদন: নতুন ইউটিউব থ্রিলার ‘নসিব’ মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কালো জাদু, প্রেম, প্রতিশোধ ও অতিপ্রাকৃত রহস্যের মিশ্রণে রচিত এই নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গত শনিবার (১০ জুলাই) ‘গান চিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়ে তা শীঘ্রই জনপ্রিয়তা অর্জন করেছে।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইয়াশ রোহান অভিনীত পুলিশ অফিসার ও তার স্ত্রী, যিনি প্রিয়ন্তী উর্বী অভিনীত। তাঁদের সুখী সংসারে হঠাৎ করেই প্রবেশ করে এক অশুভ, অতিপ্রাকৃত শক্তি। ধীরে ধীরে বদলে যেতে থাকে উর্বীর চরিত্র, যার আচরণ অস্বাভাবিক ও রহস্যময় হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে এসে হাজির হন তানজিন তিশা, যিনি রহস্যময় এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে জড়িয়ে থাকে অতিপ্রাকৃত শক্তির ছায়া ও এক গূঢ় রহস্য।
নাটকের প্লট গ্রামীণ লোককাহিনির প্রভাব ফেলে হলেও সেটিং শহুরে। গ্রামবাংলার কালো জাদু ও অশুভ শক্তির ভয়ংকর গল্পের ছায়া যেন আধুনিক শহরের প্রেক্ষাপটে উঠে এসেছে নাটকটিতে। এর কারণেই দর্শকরা ‘নসিব’কে অনন্য রকমের ভৌতিক ও অলৌকিক গল্প হিসেবে গ্রহণ করেছেন।
ইউটিউব কমেন্ট সেকশনে দর্শকেরা নাটকটির প্রশংসা করেছেন। এক দর্শক লিখেছেন, ‘নাটকটি অনেক সুন্দর, অনেকটা অলৌকিক, অনেকটা ভৌতিকও। কিছুটা ভয়ও লাগল। সত্যিই অসাধারণ সুন্দর নাটক।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘তানিম রহমান আংশু ভাইয়ের ইন্টারেস্টিং ভাবনা ‘নসিব’। ইয়াশ রোহান ভাই, তানজিন তিশা আপু এবং প্রিয়ন্তী উর্বী দারুণ অভিনয় করেছেন।’ পাশাপাশি প্রিয়া ইসলাম মুন্নী নামের একজন বলেন, ‘এরকম ঘটনা সমাজে কত হচ্ছে! সবাইকে ধন্যবাদ সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।’
পরিচালক তানিম রহমান অংশু জানান, ‘মানুষের জীবনে বিশ^াস, ভয় আর নিয়তির টানাপোড়েনকে ঘিরেই মূল ভাবনা এখানে। গল্পে যেমন আছে ব্ল্যাক ম্যাজিক, তেমনি রয়েছে প্রেম, প্রতিশোধ আর থ্রিলারের মোচড়।’ নাটকের ভিন্ন ধরনের এই সাইকো-থ্রিলার ঘরানা বাংলা নাটকে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করছেন নাটকপ্রেমীরা।
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীও ট্রেইলার মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহ টের পেয়েছেন। তিনি বলেন, ‘দর্শকরা নাটকটি দেখে যে ভালো লাগছে এবং প্রশংসা করছে, তা আমার জন্য অনেক বড় প্রেরণা।’
‘নসিব’ নাটকটি দর্শককে কেবল ভৌতিক থ্রিলারই নয়, এক সময়ের লোককাহিনি থেকে আধুনিক জীবনের বাস্তবতাও তুলে ধরেছে, যা নাটকটির জনপ্রিয়তার অন্যতম কারণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button