বিনোদন

এবার শারমান যোশির সঙ্গে জুটি বাঁধছেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘদিন ধরেই অভিনয়ের জগতে আছেন, তবে সিনেমায় অভিনয়ের জন্য বারবারই ফিরিয়ে দিয়েছেন প্রস্তাব-পছন্দসই গল্প না পাওয়ার অজুহাতে। অবশেষে সেই বহু কাক্সিক্ষত গল্পটি খুঁজে পেয়েছেন, আর এবার পা রাখছেন রুপালি পর্দায়। তবে তা ঢালিউডে নয়, সরাসরি টালিউডে অভিষেক হচ্ছে তানজিন তিশার। তাও আবার যেই সেই তারকা নন, বলিউডের ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শারমান যোশির সঙ্গে। সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। এর আগে যিনি কলকাতার জিৎকে নিয়ে রাবন সিনেমা নির্মাণ করেছিলেন। পরিচালক নিজেই সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমাটির নাম ‘ভালোবাসার মরসুম’। গত সপ্তাহ পরিচালক এমন এন রাজ ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় আসেন। দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করার পর অবশেষে তানজিন তিশাকে চুক্তিবদ্ধ করে কলকাতায় ফিরে গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে, সম্পর্কনির্ভর রোমান্টিক গল্প এটি। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, যাঁর চরিত্রের নাম ‘হিয়া’। আর শারমান যোশিকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। বাংলাদেশ থেকে অভিনেতা খাইরুল বাশারকেও চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। পরিচালক বলেন, ‘এই ছবির গল্প পুরোপুরি তিশাকে ঘিরে। শুরু থেকে শেষ পর্যন্ত সে-ই কেন্দ্রীয় চরিত্র। হিয়ার জীবনের সম্পর্কের জটিল সমীকরণ ফুটে উঠবে এতে। আগামী ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে বাসারের চরিত্রও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গল্পের মোড় ঘুরিয়ে দেবে। শারমান জোশি এখানে অভিনয় করছেন ‘আবির’ নামে এক কলেজ প্রফেসরের ভূমিকায়, যাঁর জীবনে এক সময় ছিল পারমিতা নামের প্রেমিকা। কিন্তু অতীতের সেই সম্পর্ক এখনও আবিরকে তাড়া করে বেড়ায়। হিয়া সেই আবিরের ছাত্র, যিনি ধীরে ধীরে তাঁর প্রেমে পড়ে যান। যদিও পরে আবির-হিয়ার বিয়ে হয়, কিন্তু তারপর সম্পর্ক পাল্টে যেতে থাকে। কেন আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করে-সেই রহস্য ঘিরেই তৈরি হয় নতুন উত্তেজনা, যার মাঝে হাজির হয় বাসারের চরিত্র। এতে শারমান যেশির পুরোনো প্রেমিকার চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শারমান। বলিউডের শক্তিমান এই অভিনেতা বর্তমানে বাংলা ভাষা শেখার প্রক্রিয়ায় আছেন বলেও জানিয়েছেন। শারমান বলেন, ‘আমি সত্যজিৎ রায়ের বড় ভক্ত। বাংলা সিনেমা নিয়মিত দেখি। এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেকে কাজ করেছি। এবার সরাসরি বাংলা সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। তাঁর মতে, বর্তমানে আঞ্চলিক ভাষার সিনেমায় দুর্দান্ত কাজ হচ্ছে, এবং তাতে অংশ নিতে পারা একটা সম্মানের বিষয়। তবে বিষয়টি নিয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে কলকাতার কাস্টিং ডিরেক্টর শরিফ সমকালকে জানিয়েছেন, তিশা ও খাইরুল বাশারের সঙ্গে আমাদের চুক্তি ফাইনাল। আমাগী ৩০ তারিখে অফিসিয়ালি সব জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button