বিনোদন

সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান?

প্রবাহ বিনোদন : ডিপ ফেক ভিডিওর কারণে বিড়ম্বনায় পড়ছেন শোবিজ তারকারা। এবার এ বিষয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন করেছেন। একইসঙ্গে যারা এসব কাজ করছেন তাদেরকেও সতর্ক করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সাদিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়।’ সাদিয়া উল্লেখ করেন, ‘হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।’ অভিনেত্রী আক্ষেপ করে বলেন, ‘কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!’ সাদিয়া লিখেছেন, ‘আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব “এআই এডিটেড ছবি ও ভিডিও”-কে সত্যি ভেবে বিশ^াস করবেন না, আল্লাহর দোহাই লাগে!’ সবশেষ অভিনেত্রীর অনুরোধ, আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button