পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি যুবককে হত্যা

প্রবাহ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে গত সোমবার তিনজন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পশ্চিম তীরের তুলকারেম শহরে থাবেত হাসপাতালে নেওয়া হয় নিহতদের। তাদের বয়স ২২-২৪ বছর। ফিলিস্তিন টিভিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী শহরটিতে অভিযান চালায় এবং একটি বাড়ি দখল করে রেখেছিল। সেখানে ফিলিস্তিন যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়। শহরটি থেকে চলে যাওয়ার আগে ইসরায়েলি বাহিনী তিনজন ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এরপরেই তিনজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাজায় গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও উত্তেজনা অনেক বেড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত ৩৪০ জন নিহত হয়েছে।