রাশিয়ার আরেকটি গোয়েন্দা বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

প্রবাহ ডেস্ক : ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার এ-৫০ সামরিক গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে। এনিয়ে গত এক মাসের মধ্যে ইউক্রেন দ্বিতীয়বারের মতো এমন দাবি করল। গতকাল শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের সামরিক সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার রস্তোফ-অন-ডন ও ক্রাসনোদর শহরের মধ্যবর্তী জায়গায় বিমানটিতে হামলা চালানো হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার বিমানটি ভূপাতিত করা হয়। জরুরি সেবা সংস্থাগুলো কানেভস্কো এলাকায় বিমানের খ-িত অংশ খুঁজে পেয়েছে, সেইসঙ্গে আগুন নিভিয়েছে। তবে ইউক্রেনের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি রাশিয়া। এ ঘটনায় ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মিকোলা ওলেশচাক তার সেনাবাহিনী ও সামরিক গোয়েন্দা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত দেশ দুইটির মধ্যে সংঘাত দুই বছরে গড়ালো। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ বেড়েছে।