আন্তর্জাতিক

প্রেসিডেন্টের শপথ গ্রহণ কবে, জানাল ইরান

প্রবাহ ডেস্ক : ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগস্টের শুরুর দিকে সংসদে শপথ নেবেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল রোববার জানিয়েছে। সংসদের সভাপতিম-লীর সদস্য মোজতবা ইউসেফিকে উদ্ধৃত করে সরকারি সংবাদ সংস্থা ইরনা বলেছে, ‘প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান ৪ বা ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট তার আস্থা ভোটের জন্য প্রস্তাবিত মন্ত্রীদের তালিকা সংসদে উপস্থাপন করতে ১৫ দিন সময় পাবেন।’ ইরানের নির্বাচিত প্রেসিডেন্টকে অফিশিয়ালভাবে দায়িত্ব নেওয়ার আগে সংসদের সামনে শপথ নিতে হয়। প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার অফিশিয়াল অনুমোদনের পর অনুষ্ঠিত হয়। ইরানে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান নন। দেশটির সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ নেতার হাতে থাকে। ৩৫ বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি সেই পদে আছেন। গত শুক্রবারের দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে পেজেশকিয়ান অতি রক্ষণশীল সাঈদ জালিলিকে পরাজিত করেছেন। এখন তিনি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হবেন, যিনি মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। মোট ৩০ কোটি ভোটের মধ্যে ৬৯ বছর বয়সী এই সংস্কারপন্থী প্রায় এক কোটি ৬০ লাখের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে জালিলি পেয়েছেন এক কোটি ৩০ লাখের বেশি ভোট। নির্বাচনের ভোটার উপস্থিতি ছিল ৪৯.৮ শতাংশ, যা প্রথম রাউন্ডের রেকর্ড সর্বনিম্ন ৪০ শতাংশ থেকে বেশি। ইরানের সংবাদপত্রগুলো রোববার সামনের পৃষ্ঠায় পেজেশকিয়ানের ছবি প্রকাশ করেছে এবং প্রেসিডেন্ট নির্বাচনের অধীনে ‘ঐক্যের’ আহ্বান জানিয়েছে। সূত্র : এএফপি

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button