আন্তর্জাতিক

লেবাননে রাতভর হামলার দাবি ইসরায়েলের

প্রবাহ ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় পুরো মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর বিভিন্ন স্থাপনার হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এসব স্থাপনার মধ্যে হিজবুল্লাহর অস্ত্রাগারও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্লিদা গ্রামের কাছে অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। এ ছাড়া আইতা আল-শাবাব এবং ইয়ারিন গ্রামের কাছে সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখের বেশি। এই যুদ্ধ শুরুর দিকেই হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুঁশিয়ারি দেয় যে সংঘাত বন্ধ না হলে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবে তারা। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button