কুরস্কে ইউক্রেনের হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি রাশিয়ার

প্রবাহ ডেস্ক : রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় প্রায় এক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। হামলার শুরুর পর থেকে কৃষিপ্রধান এ অঞ্চলের দেড় লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। গতকাল বুধবার আঞ্চলিক গভর্ণর এই খবর জানিয়েছে। ৬ অক্টোবর সীমান্তবর্তী কুরস্কে আকস্মিক হামলায় চালায় ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার অভ্যন্তরে প্রথম কোনো বিদেশি হামলা ছিলো এটি। রাশিয়ার অন্যতম শস্য উৎপাদনকারী অঞ্চল কুরস্ক। গত বছর দেশটির মূল শস্যের চার শতাংশই উৎপাদিত হয়েছিল এখানে। বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক দেশ রাশিয়া। রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকে কুরস্কের আঞ্চলিক গভর্ণর আলেক্সি স্মিরনভ বলেন, ‘আনুমানিক ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন রুবেল হয়েছে এবং তা বাড়ছে।’ বৈঠকে প্রাথমিকভাবে আনুমানিক ৮৫ বিলিয়ন রুবল ক্ষতির কথা জানান তিনি। তিনি বলেন, এক লাখ ৬০ হাজার হেক্টর জমির শস্য সংগ্রহ করা সম্ভব হয়নি। একই সময় ৫ লাখ মেট্রিক টন তেলবীজ এবং ৭ লাখ টন সুগার বীট নষ্ট হয়েছে বা রাশিয়ার বাইরে সরবরাহ করা হয়েছে। গভর্নর আরও জানান, ৩ লাখেরও বেশি শস্য ইউক্রেনের দখল করা এলাকার গুদামগুলোতে মজুত রয়েছে। এ সময় সাড়ে তিন লাখ শূকর ও গবাদি পশুর ক্ষতির কথাও জানিয়েছেন স্মিরনভ।