আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিন ফোনালাপের খবর পুরোপুরি মিথ্যা: রাশিয়া

প্রবাহ ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপের দাবি পুরোপুরি মিথ্যা। গতকাল সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই দাবি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মার্কিন দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্টের রবিবারের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ট্রাম্প ফোনে পুতিনকে ইউক্রেনের সংঘাতকে আর উত্তেজিত না করার পরামর্শ দেন। তবে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এই ধরনের কোনও ফোনালাপ হয়নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, কথোপকথনের সময় ট্রাম্প পুতিনকে স্মরণ করিয়ে দেন যে, ইউরোপে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, ট্রাম্প ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানে আগ্রহ প্রকাশ করেন এবং বলেছেন যে, এই বিষয়ে আরও আলোচনা করতে চান। নির্বাচনি প্রচারণার সময় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ক্ষমতায় গেলে তিনি কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারবেন। তবে তিনি কীভাবে শান্তিচুক্তি করবেন বা কী শর্তে এ চুক্তি সম্ভব তা স্পষ্ট করেননি। তবে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলবেন। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে স্পষ্ট করেছেন যে, শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে তিনি চান ইউক্রেনে দখলকৃত ভূখ- থেকে তারা সরবে না। বৃহস্পতিবারের কথিত ফোনালাপে ট্রাম্প ভূখ-ের বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন। ট্রাম্পের জয়ের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, পুতিনের কাছে কোনও ধরনের ছাড় দেওয়া উচিত হবে না। ভূখ- ছাড় বা মস্কোর অন্যান্য কঠোর দাবির কাছে নতিস্বীকার করলে তা শুধু ক্রেমলিনকে আরও আগ্রাসী করবে এবং রাশিয়ার হামলা আরও তীব্র হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button