কিয়েভে রাতভর রাশিয়ার হামলায় নিহত ৪

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে চারজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর বিবিসির। শহরের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রাশিয়ার হামলায় শেভচেনকিভস্কি জেলার দরজা-জানালা ভেঙে পড়েছে। একটি মেট্রো স্টেশনেও হামলা চালানো হয়েছে। এছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু কি ছিল তা পরিষ্কার নয়। ক্লিটসকো আরও জানিয়েছেন যে, রাজধানী কিয়েভজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় বারের মতো কিয়েভে বড় ধরনের হামলার ঘটনা ঘটলো। এর আগে নতুন বছরের শুরুর দিকে কিয়েভে রাশিয়ার হামলায় দুজন নিহত হয়। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ঝাপোরিঝিয়া শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার সেখানে রাশিয়ার বিমান হামলায় ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানানো হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। এরপর দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই। চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইউক্রেন। গত মঙ্গলবার রাশিয়ার বিভিন্ন স্থানে গোলাবারুদের ডিপো এবং কেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় ইউক্রেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস।