স্থানীয় সংবাদ

বাগেরহাট জেলায় এলজিইডির আওতায় বর্তমান সরকারের অভুতপুর্ব উন্নয়নে সুবিধা পাচ্ছে গ্রামীন মানুষ

আজাদুল হক, বাগেরহাট প্রতিনিধি ঃ বর্তমান আওয়ামী লীগ সরকার সময়ে বাগেরহাট জেলায় এলজিইডির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ সড়ক ও হাট-বাজারসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক সুবিধা পাচ্ছেন জেলার সাধারন মানুষ। বর্তমান সরকারের সময়ে আশ্রায়ন প্রকল্পে বিনামুল্যে জমিসহ বসতবাড়ী পেয়ে ভুমিহীন এসএম তাজউদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রান প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন। স্বাধীনতা পরবর্ত্তি কেহ এ সুযোগ দেয়নি। আমিসহ আমার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক হাওলাদার শফিউর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন করতে জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস করে দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন তা আজীবন মনে রাখবে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার। বাগেরহাট এলজিইডি অফিস সুত্রের দেয়া তথ্যমতে বাগেরহাট জেলায় বর্তমান সরকার সময়ে করা উন্নয়ন প্রকল্পের মধ্যে ২০১২ সালের জানুয়ারী থেকে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে বাগেরহাট জেলায় ৫ কোটি ৮৮ লাখ ৫৮ হাজার টাকা ব্যায়ে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্প কাজ সম্পন্ন হয়েছে। এ জেলায় ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা ব্যায়ে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ প্রকল্প কাজ সমাপ্ত করা হয়েছে। ২০১২ সালের ১ জুলাই থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবন নির্মান প্রকল্প কাজ বাগেরহাটে সম্পন্ন করা হয়েছে। ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০১৭ এর ৩০ জুন পর্যন্ত সময়ে ২৪ কোটি ৭০ লাখ টাকা বরাদ্ধে জেলার ৯টি উপজেলার মধ্যে চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প কাজ শতভাগ সম্পন্ন করা হয়েছে। ২০১৭ সালের জুলাই মাসে শুরু হওয়া শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প কাজ ২০২৩ জুন মাস পর্যন্ত শতকরা ৯৬ ভাগ সম্পন্ন হয়েছে। বাকী কাজ বর্তমানে চলমান রয়েছে। ২০০৮ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া জেলার সকল সেতু/কালভার্টের এ্যাপ্রোচ রোড উন্নয়ন প্রকল্প ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হয়েছে। ২০১০ সালের ফেব্রুয়ারী থেকে ২০২৩ এর ৩০ পর্যন্ত ১২ কোটি ৭৮ লাখ ৩২ হাজার টাকা বরাদ্ধে বাগেরহাট জেলার সকল উপজেলা ও ইউনিয়ন সড়কের দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প সম্পন্ন করা হয়েছে। ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ১ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকা বরাদ্ধে জেলায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ইতোমধ্যে ৬৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালে নেয়া বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের কাজ ৯২ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০০৯ সালে বর্তমান সরকারের নেয়া উপজেলা/ ইউনিয়ন সড়কে সেতু /কালভার্ট নির্মাণ/পুনঃনির্মাণ সওজ হইতে স্থানান্তরিত শীর্ষক প্রকল্পের কাজ বাগেরহাট জেলায় শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ২০১৯ সালের জুলাই মাস থেকে সরকারের নেয়া পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি -৩ এর প্রকল্প কাজ বাগেরহাট জেলায় ২০২৩ এর ৩০ জুন পর্যন্ত সময়ে ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। সুপেয় পানির জন্য সারাদেশের জন্য পুকুর খাল খনন উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাট জেলায় ২০১৭ এর ১ সেপ্টেম্বর থেকে শুরু করা এ প্রকল্পের কাজ ৭১ শতাংশ সম্পন্ন করা হয়েছে। ২০১৪ এর ৩০ জুন নাগাদ এ প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হবে বলে আশা করছেন এলজিইডি কর্তৃপক্ষ। ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থ অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্প কাজ বর্তমান সরকারের তদারকিতে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শতভাগ সম্পন্ন করা হয়েছে। সরকারের উদ্যোগে আইলায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প কাজ ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে শতভাগ সম্পন্ন হয়েছে। বাগেরহাট এলজিইডি ঠিকাদার কল্যান সমিতির আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মোঃ মুজিবর রহমান খান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা এলজিইডির মাধ্যমে বাগেরহাট জেলার তৃনমুল পর্যায়ে সকল শ্রেনী-পেশার মানুষের স্বার্থে যে উন্নয়ন মুলক প্রকল্প কাজ হাতে-নিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন যা বিগত সরকার আমলের থেকে কয়েকগুন বেশী। বাগেরহাট জেলার সকল মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রান খুলে আশির্বাদ করছে। বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফুজ্জামান বলেন, শেখ হাসিনার মুলনীতি গ্রাম শহরের উন্নতি এই শ্লোগান নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করতে মাষ্টাররোলের মাধ্যমে কর্মসংস্থান করে দিয়েছে। হতদরিদ্র শতশত নারী বাগেরহাট এলজিইডির অধীনে কাজ করছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button