খুলনার ডুমুরিয়ায় পিসি গার্ডার ব্রীজ ও পাইকগাছা কুড়–লিয়া নদীর উপর ব্রীজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

# আজ ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন
স্টাফ রিপোর্টার : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন বসুন্দিয়াডাঙ্গা বাজার-মাগুরখালী ইউপি অফিস সড়কে ভদ্রা নদীর উপর নির্মিত ৩শ’ ১৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যর পিসি গার্ডার ব্রীজ ও পাইকগাছা উপজেলাধীন পাইকগাছা জিসি-লস্কার বাজার-বাইনতলা বাজার-বগুলারচক বাজার শুড়িখালি বাজার-ভান্ডারপোল বাজার-গিলাবাড়ী জিসি সড়কে কুড়–লিয়া নদীর উপর ৭৪৮.৯০ মিঃ দীর্ঘ পিসি গার্ডার ও ঝঃববষ ঃৎঁংং ব্রীজটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে খুলনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আগামী ১৩ নভেম্বর খুলনায় এসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলাধীন বসুন্দিয়াডাঙ্গা বাজার-মাগুরখালী ইউপি অফিস (চরচরিয়া-শিবনগর সড়ক) সড়কে ২ হাজার ৪শ ৯০ মিটার চেইনেজে ভদ্রা নদীর উপর ৩শ’ ১৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যর পিসি গার্ডার ব্রীজ নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পটির ব্যয় ২৮ কোটি ৪৬ লক্ষ ৮৬ হাজার ২৭৮ টাকা। এই সেতুটিতে ৭টি স্প্যান (প্রতিটি ৪৫.০০ মিটার), ৭২ টি পাইল (পাইলের ব্যাস ৮শ ও ১২শ মিঃ মিঃ), ৬টি পিয়ার, ২টি এ্যাবার্টমেন্ট দেওয়া হয়েছে। এই সেতুতে এ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ২৪৫ মিটার।
এই সেতুটি নির্মিত হওয়ায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পাইকগাছা উপজেলা ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে বিকল্প সড়ক তৈরি হয়েছে। ওই অঞ্চলের মানুষ এখন এক নিমিশে খুলনার শহরে পৌঁছাতে পারবে। ভদ্রা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী। নদীটি খুলনা জেলার পশুর ও শিবসা নদীর মধ্যবর্তী ভূ-খন্ডকে বিভক্ত করেছে। অতঃপর সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশুর ও শিবসা নদীদ্বয়ের মিলনস্থলে পতিত হয়েছে। নদীর পূর্ব পাশের্^ ১২টি ইউনিয়ন ও পশ্চিম পাশের্^ ৪টি ইউনিয়ন অবস্থিত। নদীর পশ্চিমপাশের্^ সাতক্ষীরা জেলার তালা উপজেলা ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার একাধিক গ্রোথ সেন্টার, হাটবাজার এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেতুটি ব্যবহার করে পাইকগাছা জেলার কপিলমুনি জিসি ও তালা উপজেলার জাতপুর ও তালা জিসির সহিত সংযোগ স্থাপন করেছে। সেতুটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া জনগণের যাতায়াতের জন্য অনেক সময় সাশ্রয় হবে। ব্রীজটি নির্মাণে অত্র অঞ্চলের মানুষ এরই মধ্যে সুফল পেতে শুরু করেছে। তাদের উৎপাদিত কৃষি পণ্য ও সবজি, ঘেরের মাছ, চিংড়ী, খামারীদের দুধ ও বিভিন্ন পণ্য পরিবহনে সহজতর হয়েছে। এছাড়া, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও অনেক ভোগান্তি কমেছে। একসময়ে খেয়া ঘাটের নৌকার কারণে অনেক রোগী পথেই মারা যেত, অনেক শিক্ষার্থী ঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে যেতে পারেনি। আজ আর সেই ভোগান্তি নেই। ফলে ব্রীজটি নির্মাণ করায় ডুমুরিয়া উপজেলাবাসীসহ খুলনার কপিলমুনি, পাইকগাছা, কয়রা, তালার মানুষ বর্তমানে মহাখুশি। এই ব্রীজের কারণে তাদের জীবনমানের অনেক পরিবর্তন হয়েছে।
অপরদিকে, খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন পাইকগাছা জিসি-লস্কার বাজার- বাইনতলা বাজার-বগুলারচক বাজার শুড়িখালি বাজার- ভান্ডারপোল বাজার – গিলাবাড়ী জিসি সড়কে ২৩০০মিঃ চেইনেজে কুড়–লিয়া নদীর উপর ৭৪৮.৯০ মিঃ দীর্ঘ ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই সেতুর ধরন পিসি গার্ডার ও ঝঃববষ ঃৎঁংং, চুক্তি মূল্য ১২০ কোটি টাকা, দৈর্ঘ্য ৭৪৮.০৯ মিটার, প্রস্থ ৯.৮০ মিটার, স্প্যান ২৫ টি (জঈঈ ঝঢ়ধহ -২৪ টি, ঝঃববষ ঃৎঁংং-১ টি, ৭৫মি, দৈর্ঘ্য), পাইল সংখ্যা ২৪০টি (পাইলের ব্যাস ৯০০, ১০০০ ও ১২০০ মিঃ মিঃ), পিয়ার সংখ্যা ২৪ টি, এ্যাবাটম্যান্ট সংখ্যা ২টি, এপ্রোচ সড়কের দৈর্ঘ্য ১৮১ মিটার। ১৩ কিলোমিটার দৈর্ঘ্যর কুড়–লিয়া নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী। গড় প্রস্তর ১৯৪ মিটার এর প্রকৃতি সর্পিলাকার, কুড়–লিয়া নদীটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে প্রবাহমান কপোতাক্ষ নদ থেকে উৎপত্তি লাভ করেছে। পরবর্তী পর্যায়ে এ নদীর জলধারা অত্র জেলার একই উপজেলার একই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মিনহাজ নদীতে পতিত হয়েছে। নদীটির উল্লেখযোগ্য কোন শাখা প্রশাখা নেই। সমূদ্র উপকূলীয় এলাকা দিয়ে প্রবাহিত হওয়ায় এ নদীতে জোয়ার-ভাটার প্রভাব পরিলক্ষিত হয়। নদীতে সারা বছর ছোট-বড় নৌকা চলাচল করে। জেলেরা সারা বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে। পাইকগাছা উপজেলার পানি নিষ্কাশনের জন্য নদীটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। নদীটি শিবসা নদীতে মিলিত হয়ে বঙ্গপোসাগরে পতিত হয়েছে। সেতুটি নির্মিত হলে পাইকগাছা উপজেলার পাইকগাছা-কয়রা সড়ক ও বটিয়াঘাটা-দাকোপ উপজেলা সড়কের সাথে একটি বিকল্প সড়ক তৈরি হবে। অত্র সেতুটি ব্যবহার করে ব্রীজটির উত্তর পাশে ৬টি ইউনিয়ন ও দক্ষিন পাশে ৪টি ইউনিয়নের সাথে যোগাযোগ স্থাপন হবে। সেতুটি বাস্তবায়িত হলে পাইকগাছা থেকে খুলনা জেলার যাতায়াতে প্রায় ৩০ কি:মি: পথ কমে যাবে এবং একই সাথে সময় সাশ্রয় হবে। পাইকগাছা উপজেলা খুলনা জেলার একটি উপশহর হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরী হবে। ওই এলাকার উৎপাদিত কৃষি পণ্য, ঘেরের মাছ, চিংড়ী, খামারীদের দুধ ও বিভিন্ন পণ্য সহজে আনা-নেয়া করতে পারবে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও আর ভোগান্তি থাকবে না। খেয়া ঘাটের নৌকার কারণে অনেক রোগী পথেই মারা যাচ্ছে, অনেক শিক্ষার্থী ঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে যেতে পারেনা। ব্রীজটি নির্মাণ হলে সেই ভোগান্তি আর থাকবে না। ব্রীজের কারণে এলাকার জন-সাধারনের জীবন-মানের অনেক পরিবর্তন হবে।
খুলনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী মো: আনিসুজ্জামান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় আসছেন এটি খুলনাবাসীর জন্য অতি আনন্দ ও সৌভাগ্যের বিষয়। ওই দিন তিনি ডুমুরিয়া উপজেলাধীন ভদ্রা নদীর উপর নির্মিত ব্রীজের উদ্বোধন ও কুড়–লিয়া নদীর উপর ৭শ ৪৮ দশমিক ৯০ মিঃ দীর্ঘ ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি আরও বলেন, পাইকগাছা সেতু বাস্তবায়িত হলে পাইকগাছা থেকে খুলনা জেলার যাতায়াতে প্রায় ৩০ কি:মি: পথ কমে যাবে এবং একই সাথে সময় সাশ্রয় হবে। ওই এলাকার উৎপাদিত কৃষি পণ্য, ঘেরের মাছ, চিংড়ী, খামারীদের দুধ ও বিভিন্ন পণ্য সহজে আনা-নেয়া করতে পারবে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও আর ভোগান্তি থাকবে না।