ভিডিও কনফারেন্সে ডুমুরিয়ায় ৪ স্কুল উদ্বোধন
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপি ১৫৭টি প্রকল্পের ১০হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে খুলনার ডুমুরিয়া উপজেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয় অর্ন্তভুক্ত হয়েছে। বিদ্যালয় গুলো হল উত্তর বিলপাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগা সরকারি প্রাথমিক স্কুল, রুপরামপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সম্প্রসারণ ভবন মিলনায়তনে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্স অনুষ্ঠানে সরসারি গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভবন গুলো উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশিষ মমতাজ, উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।