নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ সাঈদী মোল্ল্যা (২৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। গতকাল মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গা থানাধীন আবাসিক এলাকা থেকে তাকে আটক করেন। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, ‘ক’ সার্কেলের পরিদর্শক মো: বদরুল হাসান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় সোনাডাঙ্গা থানাধীন ইষ্টলেন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে ওই এলাকার বাসিন্দা মো: অলিয়ার রহমানের পুত্র সাঈদী মোল্লাকে ৬০০ পিস ইয়াবাসহ আটক করেন। ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ বদরুল হাসান বলেন, সাঈদী মোল্ল্যা দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থাকায় তার বিরুদ্ধে মাদকের আইনে মামলা দায়ের করা হয়েছে।