স্থানীয় সংবাদ

যশোরে জিফোর এস সিকিউরিটির ১২জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা

ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ৪৬লাখ ৫০ হাজার টাকার অধিক আত্মসাৎ

যশোর ব্যুরো ঃ ডাচ বাংলা লিমিটেড যশোর শহরের আরএন রোড শাখার এটিএম বুথ থেকে জিফোর এস সিকিউর সল্যুশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর ১২জন কর্মকর্তা কর্তৃক ৪৬ লাখ ৫০ হাজার ৮শ’ টাকা আত্মসাতের অভিযোগে কোতয়ালী থানায় মামলা হয়েছে। ১৩ নভেম্বর সোমবার বিকেলে মামলাটি করেন ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড যশোর শাখার ব্যবস্থাপক খুলনা জেলার পাইকগাছা উপজেলার উত্তর কাটিপাড়া গ্রামের রাধাপদ বিট এর ছেলে দিবাকর বিট।
মামলায় আসামীরা হচ্ছে, ঢাকা বারীধারা এলাকার জিফোর এস সিকিউর সল্যুশনস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড,২২ প্রগতি সারনী ব্লক জে, এর ব্যবস্থাপক পরিচালক এক এম ইকবাল হোসেন,খুলনা সদর থানার ব্যাংক স্টাফ কোয়ার্টারের কাজী শামসুল আলমের ছেলে তামজিদ হাসান. বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের জোহর আলীর ছেলে জাকারিয়া শেখ, যশোরের সদর থানার মাহিদিয়া রুদ্রপুর গ্রামের আকবর আলীর ছেলে কবিরুজ্জামান, খুলনা ডুমুরিয়া থানার কুলটি গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সুধাময় বিশ্বাস,যশোর শহরের বেজপাড়া মসজিদ বাড়ি রোডের ওবাইদুর রহমানের ছেলে শাহেদুর রহমান,পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের আবুল বাশার বাদশার ছেলে জাহিরুল ইসলাম, খুলনা জেলার খালিশপুর থানার পোর্ট রোড গ্রামের লিয়াকত আলী মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম, খুলনা ফুলতলার জামিরাহাট গ্রামের হারুন বিশ্বসের ছেলে শফিকুল বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার শাপলা কলিপাড়া গ্রামের জহিদ উদ্দীনে ছেলে জিয়াউর রহমান, খুলনা জেলার সদর থানার টুটপাড়া (জাফরসড়ক) এলাকার প্রদীপ কুমার সরকারের ছেলে চন্দন সরকার ও যশোর শহরের বেজপাড়া মেইন রোডের মোকসুদার রহমানের ছেলে সোয়েবুর রহমান।মামলায় বাদি উল্লেখ করেন, আসামীরা পরস্পর যোগসাজসে গত ২০১১ সালের ৩০নভেম্বর থেকে ২০১৪ সালের ২৭ এপ্রিল পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর এটিএম মেশিনে টাকা লোড/আনলোড (ক্যাশ সার্ভিসেস) করা এবং সিডিএম মেশিন থেকে টকা সংগ্রহ করে উক্ত টাকা ব্যাংকের নির্দিষ্ট ব্রাঞ্চে জমা দেওয়ার জন্য জিফোর এস সিকিউর সল্যুশনস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড সাথে চুক্তিবদ্ধ হয়ছিল। উক্ত চুক্তি মোতাবেক জিফোর এস সিকিউর টাকা জমা দেওয়ার পর উক্ত পরিমানের টাকা গড়মিল দেখা দেয়। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখেন বিগত ২০১২সালের ১৯ নভেম্বর হতে ২০২১সালের ২৭জুন পর্যন্ত যশোর শহরের আর এন রোড ডাচ বাংলা ব্যাংকের যশোর শাখার আওতাধীন বিভিন্ন এটিএম বুথে টাকা রাখার কথা বলে প্রতারনার মাধ্যমে হিসাবে গড়মিল করে ব্যাংকের উল্লেখিত পরিমান টাকা আত্মসাত করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রতারক চক্রের কাউকে গ্রেফাতার করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button