স্থানীয় সংবাদ

দক্ষিণবঙ্গে খুলনা ৪ আসনে দিঘলিয়া, তেরখাদা ও রূপসায় উন্নয়নের জোয়ার বইছে- আব্দুস সালাম মূর্শেদী

তেরখাদা প্রতিনিধি ঃ দক্ষিণবঙ্গে খুলনা ৪ আসনে তেরখাদা দিঘলিয়া ও রূপসায় উন্নয়ননের জোয়ার বইছে। গতকাল সকাল ১১টায় তেরখাদা উপজেলা হল রুমে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম মূর্শেদী এ কথা বলেন। সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী সভাপতিত্বে অসুস্থ্য ও দরিদ্র ব্যক্তিদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক ও এমপি মহোদয়ের এচ্ছিক অনুদান চেক বিতরণকালে এ কথা বলেন তিনি। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া সুলতানা এ্যানী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, অধ্যক্ষ এসএম মিজানুর রহমান, টিএইচও ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী হাসান ইবনে ওয়ালিদ, আনসার ভিডিপি কমর্কর্তা স ম আব্দুর রউফ, কৃষি অফিসার কপিল দেব বসাক, প.প. কর্মকর্তা তালহা আশরাফ, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রজিত সরকার, সহ- যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল মজিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আলীগ নেতা শেখ তবিবুর রহমান, শেখ জনাব আলী, বাছিতুল হাবিব প্রিন্স, আব্দুর রাজ্জাক রাজা, শেখ রাজা মিয়া, আরিফুজ্জামান অরুন, নাজমুল ইসলাম, জিল্লুর রহমান নান্নু, শেখ আনিছুল হক, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংসদের সফরসঙ্গী মোঃ মোতালেব হোসেন, অধ্যক্ষ আ ফ ম আব্দুস সালাম, মোঃ রিয়াজ, মোঃ মইনুল ইসলাম, মেখ আসাদুজ্জামান আসাদ, মোঃ মনিরুজ্জামান, শামসুল আলম বাবু, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button