স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ২১২

বিভাগে ডেঙ্গু রোগী ছাড়াল ৩০৮৪৪ : মৃত্যু ১১০

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২১২ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি ছাড়ালো ৩০ হাজার ৮৪৪ জন এবং মৃত্যু হয় ১১০ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২১২ জন। বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ৮ জন, বাগেরহাটে ১৭ জন, সাতক্ষীরায় ৫ জন, যশোরে ৪০ জন, ঝিনাইদহে ১০ জন, মাগুরায় ১৮ জন, নড়াইলে ১৯ জন, কুষ্টিয়ায় ৪০, চুয়াডাঙ্গায় ১৮ জন ও মেহেরপুরে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি ছাড়াল ৩০ হাজার ৮৪৪ জন। এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ৪৭২ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ১১০ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ৩৫ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১৭ জন, মাগুরায় ৬ জন, কুষ্টিয়ায় ২৫ জন, ঝিনাইদহে ৯ জন, নড়াইলে ৫ জন, এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৮৯১ জন এবং রেফার্ড করা হয় ৩৭১ জনকে। খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় খুমেক হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৭ জন। এ সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে ভর্তি আছে ১২৩ জন। এ পর্যন্ত খুমেক হাসপাতালে ৩৪৪৯ জনকে ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৩২৯১ জন এবং মৃত্যু হয় ৩৫ জনের ।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮ জন। এ সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৯ জন। এ পর্যন্ত খুলনা শহর ও উপজেলা মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয় ২৫৩৬ জন এবং মৃত্যু হয় ২ জনের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button