বিজেএ’র নব-নির্বাচিত চেয়ারম্যান সিনি: ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ সকলের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ)’র নব-নির্বাচিত চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ সকলের দায়িত্ব গ্রহন। বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)র নারায়নগঞ্জের রেজিস্টার অফিসে রবিবার সকাল সাড়ে ১১ টায় কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহনে সভা অনুষ্ঠিত হয়। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে দায়িত্ব বুঝিয়ে দেন বিজেএ’র সাবেক সিনিয়ার ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান এফ এম সাইফুজ্জামান মুকুল, সাইফুল ইসলাম পিয়াস, নুরুল ইসলাম বাবুল সহ সাবেক কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ)’র নব-নির্বাচিত চেয়ারম্যান হলেন মোঃ ফরহাদ আহম্মেদ আকন্দ, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোপাল চন্দ্র তালুকদার ও ভাইস চেয়ারম্যান শেখ কওছার আলী। উল্লেখ্য, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫এর নির্বাচন-২৩ এ নব-নির্বাচিত নির্বাহী কমিটির ১৮ জন সদস্য’র মধ্যে থেকে সমঝোতার মাধ্যমে গত ৬ নভেম্বর বিজেএ’র নব-নির্বাচিত চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ নব-নির্বাচিত নির্বাহী কমিটির ১৫ জন সদস্য হলেন অর্ডিনারি গ্রুপে মোঃ আব্দুস সাত্তার, মিতা বাগচী,বি এম আসিফ হুসাইন, মোঃ নুরুল ইসলাম বাবুল, মোঃ মাহমুদুর রহমান (মাহমুদ),জিয়াউদ্দিন আহম্মেদ, গাজী শরিফুল ইসলাম, শরিফ মোঃ শাহিদুজ্জামান, আবুল কালাম আজাদ ও এসোসিয়েট গ্রুপে মোঃ আলমগীর খান, রঞ্জন কুমার দাস, শেখ রুহুল আমিন, খন্দকার হুমায়ুন কবির, এস এম সাইফুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন ভূইয়া ।