পাইকগাছায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণে যুবক গ্রেফতার : ভিকটিম উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম অনিমেশ বাছাড় (২৮)। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ভুক্তভোগী ছাত্রীকে রোববার সকালে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক পাইকগাছা (এসআই) অমিত দেবনাথ জানান, গত ২ অক্টবার কপিলমুনি মেহেরুনেছা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করেন। ওই দিনই মেয়েটির পিতা থানায় মামলা করে। পরে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ১৮ নভেম্বর আরিচা ফেরীঘাট এলাকা থেকে অনিমেশ বাছাড়ক গ্রেপ্তার করে এবং মেয়েটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।