স্থানীয় সংবাদ

নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন ফর্ম নিয়েছেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি

বাগেরহাট প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের মোংলা -রামপাল সংসদিয় আসন-৩ এ আবারও নৌকার মাঝি হতে চান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী হাবীবুন নাহার। এ আসন থেকে বিগত ৩ বার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য হাবীবুন নাহার এ আসনের তৃনমুলের সকল নেতা-কর্মী ও সম্মানিত ভোটারদের সম্মতি নিয়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে রবিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ রেদওয়ান মারুফ। হাবীবুন নাহার খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সহধর্মিণী। রবিবার তাঁর মনোনয়ন ফর্ম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন, মোংলা উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলীপ কুমার মন্ডল, ধানম-ি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজাউদ্দিন (তুহিন), ঢাকা দক্ষিনের স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য পিন্টু মজুমদারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোংলা উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলনসহ স্থানীয় দলীয় নেতা কর্মীরা বলেন, বেগম হাবিবুন নাহার একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ ও বারবার নির্বাচিত সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তিনি ২০০৮ ও ২০১৮ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সোমবার সকালে বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের নির্বাহি সদস্য এইচ বদিউজ্জামান সোহাগ বাগেরহাট-৪ আসনের জন্য দলীয় মনোনয়ন ক্রয় করবেন বলে দলীয় নেতা-কর্মীরা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button