তালায় মাদুর বুননের জন্য ২৩ জনকে মুক্তি ফাউন্ডেশন’র প্রায় ৪লক্ষ টাকা প্রদান

তালা প্রতিনিধি ঃ মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ও দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনাল’র আর্থিক সহায়তায় বিএমজেড-পিটি প্রকল্পের মাদুর বুনন ও বাজারজাতকরণ ট্রেডের ২৩জন উপকারভোগীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ ও ইনপুট বিতরণ শীর্ষক এক অনুষ্ঠান মুক্তি ফাউেেন্ডশন এর প্রধান কার্যালয়ে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। মুক্তি ফাউন্ডেশন’র কার্যনির্বাহী পরিষদের সদস্য কামরুল ইসলাম’র সভাপতিত্বে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-০১) শেখ মো. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনপুট হিসেবে কটন কর্ড ও অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তি ফাউন্ডেশন দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনাল-বিএমজেড-পিটি প্রকল্পে বাছাই আমার মনে হয় যথার্থই হয়েছে। প্রকৃতপক্ষে, যদি উপকারভোগী বাছাই সঠিক করা যায়, তাহলে প্রকল্পের কাজও নির্বিঘেœ বাস্তবায়ন করা সম্ভব হয়। তিনি উপস্থিত উপকারভোগীদের এই টাকার ও মালামালের সর্বোচ্চ সদব্যবহার নিশ্চিত করার উপর তাগিদ দেন। তিনি বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চান। সে কারণে আজ সম্ভব হয়েছে মোবাইল ট্রানজেকশনের মাধ্যমে অর্থ উপকারভোগীদের হাতের নাগালে পৌঁছে গেছে। তিনি বলেন, কোন ভাবেই যেন বিতরণকৃত মালামাল ও টাকার অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকে যেন এই অনুদান পেয়ে এক একজন উদ্যোক্তা হতে পারেন, সে ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা রাখতে হবে।
মুক্তি ফাউন্ডেশন বিএমজেড-পিটি প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন মোল্যা অনুষ্ঠানটি পরিচালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উত্তম কুমার ঘোষ, রনময় কান্তি দাশ, রাজিব কুমার দাশ ও সদয় কুমার দাশ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদুর বুননের জন্য ইনপুট হিসেবে কটন কর্ড বা ফেটি সুতা প্রতিজনকে ১০ কেজি করে মোট ৩ হাজার ৯১০ টাকার সুতা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিজনকে ১২ হাজার ৭৯০ টাকা হিসেবে মোট ২৩ জন উপকারভোগীকে ৩লক্ষ ৮৪ হাজার ১০০ টাকা বিতরণ করা হয়।