প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার সংরক্ষণ নিয়ে এএফপিবি সমন্বয় সভা

স্টাফ রিপোর্টারঃ “প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার সংরক্ষণে এফপিএবি” শীর্ষক শিরোনামে জেলা পর্যায়ে সরকারি ষ্টেকহোল্ডার, সিএসও অংশীদার, ধর্মীয় নেতা, সাংবাদিক ও স্থানীয় নেতাদের মধ্যে কোভিড পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা সম্পর্কে সচেতনতা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে নগরীর সোনাডাঙ্গাস্থ এফপিএবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নারীনেত্রী এড. তসলিমা খাতুন ছন্দা, প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারি পরিচালক রাশেদুল বশির খান, বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের জেলা কর্মকর্তা রওশন আরা, কো অর্ডিনেটর সীমা আক্তারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি। সভার আয়োজক বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এএফপিবি) খুলনা জেলা শাখা।