স্থানীয় সংবাদ

মণিরামপুরে রাতে ট্রাকে পেট্টোল দেওয়ার সময় র‌্যাবের হাতে দু’জন গ্রেফতার

যশোর ব্যুরো ঃ নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর সময় যশোর মনিরামপুর সড়কের সদরের রামনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ কানাইতলা নামকস্থানে একটি একটি ট্রাকে পেট্টোল জ্বালিয়ে দেওয়ার সময় র‌্যাবের একটি টিম দুই হরতালকারীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার হামিদপুর উত্তর পাড়া গ্রামের জসিম মোল্লার ছেলে মাসুম বিল্লাহ ও একই গ্রামের ইনসান আলী মোল্লার ছেলে রাজু আহম্মেদ। এ সময় গ্রেফতারকৃতদের দখল হতে একটি প্লাস্টিকের বোতলে ১ লিটার পেট্টোল ও পেট্টোল রাখার একটি বোতল উদ্ধার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২০ নভেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। কোতয়ালি থানার এসআই আনসারুল হক জানান, সোমবার ১৯ নভেম্বর কোতয়ালি থানার এসআই মিহির কান্ডি হালদার রাত্রিকালীন ডিউটি করার সময় রাজারহাট নামকস্থানে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারেন যশোর মণিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানের যশোর টু চুকনগরগামী পাঁকা রাস্তার উপর গাজী হোটেলের দক্ষিণ পার্শ্বে কতিপয় নাশকতাকারী উক্ত রাস্তায় চলাচলরত যানবাহনের পথরোধ করে নাশকতা এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ড করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে একটি ট্রাকে পেট্টোল ঢালিয়া আগুন দেওয়ার চেষ্টা করছিল। উক্ত এসআই খবর পেয়ে রাত ১০ টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌছে (ঢাকা মেট্টো ট-২০-৯৯২৮) ট্রাকে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৭/৮জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে উক্ত এসআইসহ তার সঙ্গী অফিসার ও ফোর্স মাসুম বিল্লাহ ও রাজু আহম্মেদকে আটক করে। এ সময় অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী চালিয়ে মাসুম বিল্লাহ এর ডান হাতহতে পেট্টোল ভর্তি ১লিটার প্লাস্টিকের বোতল ও রাজু আহম্মেদ এর ডান হাতে কর্ক বিহীন পেট্টোল গদ্ধ যুক্ত ১লিটারের খালি প্লাস্টিকের বোতল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের রাতে কোতয়ালি থানা হাজতে রেখে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button