স্থানীয় সংবাদ
যশোরে নাশকতা মামলায় বিএনপি’র পাঁচজন গ্রেফতার
যশোর ব্যুরো ঃ নাশকতা মামলায় বিএনপি’র ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আলাদা অভিযান চালিয়ে যশোর সদরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের শফিয়ার সরদারের ছেলে ইকরামুল সরদার,সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্যার ছেলে শফিয়ার রহমান, একই উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আজিবর বিশ্বাসের ছেলে ইউনুস আলী বিশ্বাস,কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল করিম ও যশোরের রেলগেট পশ্চিমপাড়ার জয়নালআবেদীনের ছেলে জাহিদ হাসান টগর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় নাশকতা তিনটি মামলায় আদালতে মঙ্গলবার ২০ নভেম্বর দুপুরে সোর্পদ করা হয়েছে।