যুবনেতা সাগর বিষয়ে বিএনপির নিন্দা

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা মহানগরের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরকে পুলিশের কথিত গায়েবী মামলায় গ্রেফতার অভিযানের নামে সাগরের বৃদ্ধা মাতা ও ভগ্নিসহ পরিবারের সদস্যদের সাথে অশোভনীয় আচরণ, গালিগালাজের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএনপি। সোমবার (২০ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির চলমান হরতাল-অবরোধকে কেন্দ্র করে পুলিশ বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই বোন কিংবা অন্য সদস্যদের সাথে চরম আপত্তিকর আচরণ করছে। রবিবার রাতে যুবনেতা সাগরের পরিবারের সদস্যদের সাথে পুলিশ যে অশোভনীয় আচরণ করেছে তাহা মোটেই কাম্য নয়। অবৈধ সরকারের পদলেহনকারী কিছু সংখ্যাক পুলিশের এহেন আচরণে গোটা পুলিশ বাহিনী বির্তকিত হচ্ছে। গভীর রাতে তল্লাশির নামে পুলিশ সাগরের বাড়ির সব ঘর তছনছ করে পুলিশ প্রমান করেছে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব ভুলে লুটেরা-তাবেদার-ভোট চোরের সহায়তা করছে। নেতৃবৃন্দ বলেন, খুলনা নগরীকে একশ্রেনীর পুলিশ অবরুদ্ধ কারাগার বানিয়েছে। অতিউৎসাহী পুলিশ সদস্যদের এ ধরনের অন্যায় কর্মকান্ডসহ সকল তান্ডবীয় কর্মকান্ড বিএনপি মনে রাখবে উল্লেখ করে অবিলম্বে সকল গায়েবি মামলা, হামলা ও গ্রেফতার নির্যাতন বন্ধে আহবান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।