স্থানীয় সংবাদ

চিতলমারী উপজেলায় ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদ-

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী চাঞ্চল্যকর রুবেল ফকির হত্যা মামলায় রাজু ফকির (২২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাঃ রবিউল ইসলাম মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় এই রায় দেন। সেই সাথে আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় এই মামলার বাকী ১০ আসামীকে বেকসুর খালাস দেয় আদালত। রায় ঘোষনার সময় আসামীরা উপস্থিত ছিলেন। দন্ডাদেশপ্রাপ্ত কুখ্যাত খুনি রাজু ফকির চিতলমারি উপজেলার খিলিগাতি গ্রামের রেজাউল ফকিরের ছেলে। হত্যার শিকার ব্যাবসায়ি রুবেল ফকির একই গ্রামের মৃত মোহসিন ফকিরের ছেলে। আদালত সুত্রে চাঞ্চল্যকর এ মামলার সংক্ষিপ্ত বিবারন ও রায় বিষয়ে জানা যায়, ২০১৯ সালের ২ মে রাতে চিতলমারি উপজেলার খিলিগাতি বাজার এলাকায় ব্যবসায়ি রুবেল ফকিরের সাথে পাওনা টাকা নিয়ে বাক বিতন্ডা হয় রাজু ফকিরের। এক পর্যায়ে রাজু ফকির ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে রুবেলের মাথায় আঘাত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল ফকিরকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৩ মে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে রুবেলের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় রেজাউল ফকিরসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ রেজাউল করিম ১২ আসামীর বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। আদালত চার্জ গঠনের সময় এক আসামীকে অব্যাহতি প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button