বাগেরহাটে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কুখ্যাত ২ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী গ্রেফতার
পৌর শহরে খুলনা র্যাব-৬ এর অভিযান
বাগেরহাট প্রতিনিধি ঃ খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল বাগেরহাট পৌরসভাধিন সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী দুই জন পলাতক কুখ্যাত আসামী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো খুলনা লবনচরা এলাকার মোঃ শহিদুল ইসলাম হাওলাদার ও তার স্ত্রী শাফিয়া বেগম। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, গ্রেফতারকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এবং তার স্ত্রী শাফিয়া বেগম খুলনা জেলার কুখ্যাত অবৈধ মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন যাবত খুলনাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১৭ এর ১ মে ৩২০ পিস ইয়াবাসহ এরা দ’ুজন খুলনার হরিণটানা জিরো পয়েন্ট এলাকা হতে গ্রেফতার হয়। এ ঘটনায় এসআই মোঃ ফরিদ আহম্মেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে খুলনার হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। পরে এ দম্পতি জামিনে মুক্তি পেয়ে পালিয়ে বেড়ায়। তাদের অনুপস্থিতিতে মামলার বিচারকার্য শেষে ঘটনার সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামী মোঃ শহিদুল ইসলাম হাওলাদার ও শাফিয়া বেগমকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে। এরা দুজন পালিয়ে বাগেরহাট পৌরসভাধিন সোনাতলা এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে খুলনা র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রবিবার তাদের গ্রেফতার করে খুলনায় নিয়ে যায়। পরে তাদের খুলনা লবনচরা থানায় সোপর্দ করা হয়েছে।