স্থানীয় সংবাদ

গ্রন্থাগার সমিতির নির্বাচন সম্পন্ন মিজান সভাপতি হামিদ মহাসচিব

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ গ্রন্থাগার সমিতির (ল্যাব) নির্বাচনে ২০২৪-২০২৭ ড. মিজানুর রহমান- হামিদুর রহমান তুষার ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া পরিষদ জয়লাভ করেছে। ১৭ নভেম্বর দেশের ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ৪৬০০ ভোটারের মধ্যে ১২৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ল্যাব কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাচিতরা হলেন-ড. মিজানুর রহমান (সভাপতি), আঞ্জুমান আরা শিমুল (সহ-সভাপতি), কাজী আব্দুল মাজেদ (সহ-সভাপতি), মহিউদ্দিন হাওলাদার (সহ-সভাপতি) হামিদুর রহমান তুষার (মহাসচিব), সাখাওয়াত হোসেন ভূঁইয়া (কোষাধ্যক্ষ), হারুনর রশিদ (যুগ্ম মহাসচিব), ইউসুফ আলি অনিম (সাংগঠনিক সম্পাদক), তোহুর আহমেদ (আইসিটি, গবেষণা ও প্রকাশনা সম্পাদক), নোমান হোসেন (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), লুৎফুন নাহার রেখা (মহিলা বিষয়ক সম্পাদক), ড. নাসিরউদ্দিন মুন্সী (কেন্দ্রীয় কাউন্সিলর), ড. আজিজুর রহমান (কেন্দ্রীয় কাউন্সিলর), কাজী এমদাদ হোসেন (কেন্দ্রীয় কাউন্সিলর), মাহমুদ শাহরিয়ার হাছান বিপ্লব (কেন্দ্রীয় কাউন্সিলর, কলেজ শাখা), আবদুস সাত্তার (কেন্দ্রীয় কাউন্সিলর , স্কুল শাখা), আছির আলি (কেন্দ্রীয় কাউন্সিলর, মাদ্রাসা শাখা), ছায়া রানী বিশ্বাস (বিভাগীয় কাউন্সিলর ঢাকা), জামাল হোসেন (বিভাগীয় কাউন্সিলর চট্টগ্রাম), আবদুল্লাহ আল বসির (বিভাগীয় কাউন্সিলর, রাজশাহী), অনাদী কুমার সাহা (বিভাগীয় কাউন্সিলর, খুলনা), মাহবুব আলম (বিভাগীয় কাউন্সিলর, বরিশাল), সৈয়দ মাহবুবার রহমান সোহেল (বিভাগীয় কাউন্সিলর, রংপুর) ও কাওছার আহমদ (বিভাগীয় কাউন্সিলর, সিলেট) এবং লুৎফুন নাহার (বিভাগীয় কাউন্সিলর ময়মনসিংহ)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button