স্থানীয় সংবাদ

অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়কালে সেই পাখি শিকারীকে ৫হাজার টাকা জরিমানা : ২০টি পাখি উদ্ধার

দৈনিক প্রবাহে সংবাদ প্রকাশের পর

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ গত ৬ নভেম্বর দৈনিক প্রবাহে যে ব্যক্তির অবৈধভাবে পাখি শিকার ও বিক্রির সংবাদ প্রকাশিত হয়। ওই সময় পাখি শিকারী সরোয়ার গাজী হাতজোড় করে অনুরোধ করে সংবাদটি প্রকাশ না করতে অনুরোধ করে। সে অঙ্গীকার করে সে আর কখনো অবৈধভাবে পাখি শিকার করবে না। এরপর সে থেমে থাকেনি। প্রবাহে সংবাদটি প্রকাশ হলে প্রশসানের নজরে পড়ে। অবশেষে গতকাল ২২ নভেম্বর আড়ংঘাটার বাইপাসে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০টি অতিথি পাখি উদ্ধার করা হয়েছে এ সময় ডুমুরিয়ার তেচুড়িয়ার ওমার আলীর পুত্র সরোয়ার গাজীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় আড়ংঘাটা থানাধিন বাইপাস সড়কে এ অভিযান পরিচালনা করেন ডুমুরিয়ার সহকারী কমিশনার(ভুমি) এস এম আশিস মোমতাজ। আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ ওয়াহিদুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শীতকালিন অতিথি পাখি শিকার করে ২০টি পাখি বিক্রয়ের উদ্দেশ্যে সাহাপুর থেকে বাইসাইকেল যোগে আড়ংঘাটার বাইপাসে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ২০টি অতিথি পাখিসহ সরোয়ার গাজী নামের এক ব্যক্তিকে আটক করে। পরে ডুমুরিয়া উপজেলার সহকারি কমিশনার (ভুমি) এস এম আশিস মোমতাজের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অতিথি পাখি শিকারের দায়ে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২এর(৩৮) ধারায় ৫হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধার করা পাখি গুলোকে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button