নগরীতে গাঁজা ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো–তেরখাদা উপজেলার কুশলো গামের মৃত: আহম্মেদ আকনের ছেলে আঃ বারেক আকন(৪৫), নগরীর গোবর চাকা মবিনগরের মৃত: খোকন ঢালীর ছেলে মোঃ নয়ন ঢালী(২২), আজগড়ার মৃত: রজব আলী শেখের ছেলে আলী আফছার শেখ(৫৭), লবণচরার বড় বান্দার ছত্তার মোল্লার ছেলে রহমত মোল্লা(২২), ওয়ার্ড নং-১০ -রোড নং-২৮১ এর বাসিন্দা মৃত: আহম্মদ খানের ছেলে জুম্মান খান(৪০), পিপলস্ গেটের পূর্ব পাশের বাসিন্দা মৃত: শফিউদ্দিন ব্যাপারীর ছেলে কাঞ্চন আলী(৫৮)। এদেরকে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা দায়ের করা হয়েছে।