স্থানীয় সংবাদ
নগরীর টুটপাড়া থেকে হিরু শেখ নামে এক বৃদ্ধ নিখোঁজ

স্টাফ রিপোর্টার : নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল সড়কে বেড়াতে আসা হিরু শেখ(৮৫) নামে এক বৃদ্ধ হারিয়ে গেছে। গতকাল (বৃহস্পতিবার) আনুমানিক সকাল ১০টায় তার শালার বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে সে নিখোঁজ হন। সে মানসিক ভাবে কিছুটা অসুস্থ। তার বাড়ি সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা বাংলাদেশ শিশু একাডেমী এলাকায়। হারানোর সময় তিনি সাদা কালারের লুঙ্গি আর ব্লু কালারের পাঞ্জাবি পরিহিত ছিলো। তিনি বাংলাদেশ শিশু একাডেমীতে কর্মরত ছিলেন। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে তার ছেলে নুরু শেখ, গোবরচাকা শিশু একাডেমী, মোবাইল নম্বর- ০১৯৯৪-৯৯২৬৮৮। এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এবিষয়ে ছেলে নুরু শেখ কান্না বিজরীত কন্ঠে বলেন, আমার আব্বা তার শালার বাড়িতে বেড়াতে গিয়েছিলো। এরপর এখনও ফিরে আসেনি।