বিএনপি নেতা পিয়ারু-হেলাল-মিরাজসহ ১৫ জনের নামে মামলা : বিএনপির নিন্দা ও ক্ষোভ

স্টাফ রিপোর্টার ঃ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহম্মেদ ইস্তি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি, সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ হোসেন পরাগ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, যুবদল নেতা আব্দুল আজিজ সুমনসহ ১৫ জনের নাম উল্লেখ করে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীদের নামে বিস্ফোরক আইনে মামলা দায়েদের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, চলমান আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে শাসকদলের মধ্যে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা আদালতপাড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অথচ পুলিশ বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের আসামী করে মামলা করেছে। কোন ধরণের তদন্ত ছাড়াই এ ধরণের একপেশে মামলা দায়েরের ঘটনা দুর্বৃত্তদের উৎসাহিতই করবে না, নগরীর আইন-শৃঙ্খলার অবনতিতে সহায়তা করবে। বিএনপি নেতাকর্মীরা বানোয়াট-গায়েবী-নাটকীয় মামলাকে ভয় পায় না-এখন তারা মামলাকে শুধুমাত্র সংখ্যাবৃদ্ধিই মনে করে। ভবিষতে এ ধরণের হয়রানীমুলক মামলা দায়ের করা থেকে পুলিশকে বিরত থাকা, হয়রানী বন্ধ, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।