খুলনা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে বিএসটিআই’র ১৯ মোবাইল কোর্ট

অক্টোবর ও নভেম্বর মাসের প্রতিবেদন
স্টাফ রিপোর্টার ঃ মানসম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআই, খুলনার উদ্যোগে অক্টোবর ও নভেম্বর, মাসে মহানগরীসহ খুলনা বিভাগের জেলা/উপজেলাসমূহের হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ১৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ লঙ্ঘণের দায়ে মোট ২২টি মামলা দায়ের করা হলে সংশ্লিষ্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ৪ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তি করেন। উক্ত সময়ে ৪৪টি সার্ভিল্যান্স পরিচালনাকালে খোলা বাজার ও কারখানা হতে ৫৫টি নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাজারে বিক্রিত আপেল, আঙুর, বেদানা, মাল্টা, কমলা ইত্যাদি ও মৌসুমি ফলমুলের নমুনা পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি সনাক্ত হয়নি। বিএসটিআই’র এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।