খুলনায় বিএনপির মিছিল থেকে খুবি’র বাস ভাংচুর

প্রবাহ রিপোর্ট ঃ অবরোধের সমর্থনে বিএনপির মিছিল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের বহনকারী একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুজন আহত হয়। বুধবার দুপুরে নগরীর শেরে বাংলা সড়কের জোহরা খাতুন স্কুলের সামনে ঘটনা ঘটে। পরে পুলিশ এসে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে অবরোধের সমর্থনে শেরে বাংলা সড়কে মিছিল বের করে বিএনপি। চার লেন সড়কের ওপর লেন থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস যাচ্ছিলো। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বাসটিকে লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করে। এতে বাসের কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ বলেন, ‘দুপুর ২টার দিকে শিক্ষকবাহী বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় তারা। বাসের পেছনের দুটি জানালার গ্লাস ভেঙে যায়। তিনি বলেন, ‘বাসে থাকা নুরুল ইসলাম নামের একজন ও বাসের হেলপার মো. জুয়েল আহত হয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয় বাস হামলার শিকার হলো। আমরা এ ঘটনায় উদ্বিগ্ন। আমরা বিষয়টি পুলিশ কমিশনারকে জানিয়েছি। তিনি সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ময়লাপোতা থেকে খুলনা বিশ্ববিদ্যালয় দিকে যাচ্ছিল বাসটি। এ সময় বিএনপির মিছিল থেকে কয়েকজন বাসটির ওপর হামলা করে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হবে। এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী বাস ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদ। আজ ০৬ ডিসেম্বর (বুধবার) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী এবং অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি প্রকৌশলী এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা জ্ঞাপন ও উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ছাত্ররাজনীতি মুক্ত থাকায় এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজমান। এ স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও সুনাম অর্জন করেছে। কিন্তু আজ হঠাৎ করেই নগরীর শেরে বাংলা রোডে শিক্ষকদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়টির কোনো বাস হামলার শিকার হলো, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। একই সাথে দেশের সম্পদ ক্ষতি করে এমন কর্মকা- পরিহার করে সকলকে সহনশীল হওয়ার আহ্বান জানানো হয়।’