স্থানীয় সংবাদ
নগরীতে ২৭৫ পিস ইয়াবা ফেন্সিডিল গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর দক্ষিণ টুটপাড়ার নজরুল ইসলামের ছেলে নাজমূল ইসলাম নিশান(২০), শেখপাড়ার রিপন খানের ছেলে মোঃ শাকিল খান(২৬), শ্যামনগর -সৈয়দ আলীপুরের মজিদ আলী গাজীর ছেলে তরিকুল ইসলাম(২২), নয়াবাটি মুন্সিবাড়ি ক্রস রোডের বাসিন্দা দুলাল মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা(৩১), খালিশপুর রাজধানীর মোড়ের বাসিন্দা মৃত: তৈয়ব খানের ছেলে আশিক খান(২৮)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ ফেন্সিডিল এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।