স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ৪১

বিভাগে ডেঙ্গু রোগী ছাড়াল ৩৪৪১৬ : মৃত্যু ১২২

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪১ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি ছাড়ালো ৩৪ হাজার ৪১৬ জন এবং মৃত্যু হয় ১২২ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪১ জন। এর মধ্যে মধ্যে খুলনায় ৪ জন, যশোরে ২ জন, ঝিনাইদহে ৮ জন, মাগুরায় ৩ জন, নড়াইলে ৩ জন, কুষ্টিয়ায় ৬ জন, চুয়াডাঙ্গায় ৩ জন এবং মেহরপুরে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি ছাড়াল ৩৪ হাজার ৪১৬ জন। এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৬২৮ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ১২২ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ৩৮ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১৯ জন, মাগুরায় ৬ জন, কুষ্টিয়ায় ২৯ জন, ঝিনাইদহে ১০ জন, নড়াইলে ৬ জন, এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬৭ জন এবং রেফার্ড করা হয় ৩৯৯ জনকে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার জানান, গত একদিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৭ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। বতর্মানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৮০ জন। এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসা প্রদান করা হয় মোট ৩ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু হয় ৩৮ জনের।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৬ জন। এ পর্যন্ত খুলনা শহর ও উপজেলা মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয় ২৯৮২ জন এবং মৃত্যু হয় ২ জনের।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button