স্থানীয় সংবাদ

জামায়াত-বিএনপি ৭১’র কায়দায় অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিটি মেয়র

স্টাফ রিপোর্টার ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বির্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। দিবসের প্রথম প্রহরে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, স্বাধীনতা বিরোধী শত্রুদের ষড়যন্ত্র এখন চরমে। তারা রাজনীতিতে ব্যর্থ হয়ে এখন বিএনপির নেতৃত্বে নাশকতার পথ বেছে নিয়েছে। জামায়াত-বিএনপি ৭১’র কায়দায় অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে। ধ্বংস করছে জাতীয় সম্পদ, নিঃস্ব করছে মধ্যম আয়ের পরিবারকে। আজ সম্পদ ও স্বজন হারিয়ে পথে পথে ঘুরছে তারা। তিনি আরো বলেন, এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের কাছে বিএনপি-জামায়াতকে জবাবদিহি করতে হবে। তাদেরকে জনতার আদালতে দাড়িয়ে এর জবাবদিহি করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নাশকতাকারীকে আর ছাড় দেয়া যাবে না । ওদেরকে তাদেরকে দাঁত ভাংগা জবাব দিতে হবে।
এসময় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, মো. মফিদুল ইসলাম টুটুল, তসলিম আহমেদ আশা, তকদির-ই-এলাহী, মুুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, দেবাশীস মন্ডল, এ্যাড. শামীম আহম্মেদ পলাশ, নাছরিন আক্তার, কাউন্সিলর রোজী ইসলাম নদী, বলাকা রায়, শেখ শামসুদ্দোহা বাঙালী, কবির পাঠান, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, মো. রাজিব হোসাইন, মো. জিলহাজ্ব হাওলাদার, মো. রুম্মান আহম্মেদ’সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহীম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button