উন্নয়ন, আস্থা ও নির্ভরতার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বদ্ধপরিকর

রূপসায় আব্দুস সালাম মূর্শেদী এমপি
রূপসা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, উন্নয়ন ,আস্থা ও নির্ভরতার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বদ্ধপরিকর। আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমাদের চূড়ান্ত বিজয়ের জন্য তৃনমূল পর্যায়ের সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনকালীন সময় সকলকে দেশের উন্নয়ন মূলক কর্মকা- তুলে ধরতে হবে।তিনি বলেন বিএনপি নির্বাচনে পরাজয়ের ভয়ে নির্বাচনে অংশগ্রহণ না করে দেশে বিভিন্ন অঞ্চলে নাশকতা মূলক কর্মকা- ঘটাচ্ছে। তারা মানুষ হত্যার উদ্দেশ্য ট্রেনের লাইন কেটে দিচ্ছে।তেমনি বিভিন্ন বাসে অগ্মি সংযোগ করে দেশে মানুষ হত্যার পরিকল্পনা করছে। তাদের এ হেন কর্মকা-কে রুখতে হলে ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে মোকবেলা করতে হবে। তিনি গতকাল শুক্রবার সকালে টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম। প্রধান বক্তার বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। সভায় সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ। স্বাগত বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার। টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজলের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির,রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস,মোর্শেদুল আলম বাবু,যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ শ্যামল কুমার দাস,ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,খুলনা জেলা স্বেচ্চাসেকবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন,দপ্তর সম্পাদক আকতার ফারুক, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,আওয়ামীলীগ নেতা গাজী মোঃ আলী জিন্নাহ,সোহেল জুনায়েদ,মঈন উদ্দীন শেখ,আসাদ বাবু,আঃ রশিদ শেখ,প্যানেল চেয়ারম্যান আওরঙ্গজেব স্বর্ন,জাকির শেখ,মুনীর হোসেন মোল্যা,ফরিদ শেখ,হারুন মোল্যা,খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা খান জাহিদ হাসান, মহিলা আওয়ামীলীগ নেত্রী ফাতেমা ইয়াসমিন বুলু,কানিজ ফাতেমা,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গোবিন্দ সাহা,নজরুল ভূইয়া,রফিক শেখ,পলাশ হালদার,আয়ূব আলী খান, ইউপি সদস্য ইনতাজ মোল্যা,জাকির মোড়ল, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রহমান পপলু,মহসিন হোসেন পাইক,উৎপল দত্ত,ফ,ম মিজান,যুবলীগ নেতা সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন,টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল পারভেজ, নৈহাটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন, জ্যাকি ইসলাম সজল, কৃষকলীগ নেতা আজিজুল মোল্যা,সামসুল আলম বাবু, মিঠুন চৌধুরী ডাবলু প্রমূখ।