খুলনায় জাকের পার্টির ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
লড়াইয়ে ৩৪ প্রার্থী
স্টাফ রিপোর্টার : মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার খুলনার ৫টি আসন থেকে জাকের পার্টি মনোনীত ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে দলটির একটি আসনে প্রার্থী বহাল আছেন। এছাড়া বৈধ প্রার্থীদের কেউ আর মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে আসন্ন নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে বৈধ ৩৯ প্রার্থীর মধ্যে ৩৪ জন প্রতিদ্বন্দি¦তায় টিকে রইলেন। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে খুলনার রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত বৈধ প্রার্থীদের ৫জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। রিটানিং কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারকারী হলেন খুলনা-১ আসনে মো. আজিজুর রহমান, খুলনা-২ আসনে ফরিদা পারভীন, খুলনা-৪ আসনে শেখ আনছার আলী, খুলনা-৫ আসনে মো. আসাদ শেখ ও খুলনা-৬ আসনে শেখ মুর্ত্তজা আল মামুন। তাঁরা সকলেই জাকের পার্টির প্রার্থী। তবে, খুলনা-৩ আসনে এস এম সাব্বির হোসেন প্রার্থীতা প্রত্যাহার করেননি।