স্থানীয় সংবাদ
১৯নং ওয়ার্ডে সেখ জুয়েলের নির্বাচনী প্রচারণা

স্টাফ রিপোর্টার: খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেখ জুয়েলের পক্ষে ১৯নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ডালমিল সংলগ্ন এলাকায় এই প্রচারণা শুরু হয়। সংসদ সদস্য প্রার্থী সেখ জুয়েলের সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পার নেতৃত্বে প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন প্রচারণা কমিটির আহবায়ক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ, খুলনা মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ রুনু ইকবাল বিথার, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা বেগম, যুব মহিলা লীগ নেত্রী চিশতী মুস্তারি বানুসহ স্থানীয় নেতৃবৃন্দ।