ভোট প্রদানের মধ্য দিয়ে অগ্নিসন্ত্রাস ও জঙ্গীবাদের মুলোৎপাটন করতে হবে

জনসভায় সেখ জুয়েল এমপি
স্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, ভোট প্রদানের মধ্য দিয়ে অগ্নিসন্ত্রাস ও জঙ্গীবাদের মুলোৎপাটন করতে হবে। যারা গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে মানুষের ভোটাধিকার বন্ধ করতে চায় তাদের মুখে গণতন্ত্র মানায় না। যারা মানুষকে হত্যা করে তারা দেশের মঙ্গল চায় না, দেশের উন্নয়ন চায় না। তাদের উদ্দেশ্যে হলো যে কোন উপায়ে ক্ষমতা দখল করা, দেশের মানুষের নয় নিজেদের ভাগ্যের পরিবর্তন করা। তারা ক্ষমতা দখল করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি বলেন, আমি ও আমার পরিবার সবসময় খুলনাবাসির পাশে রয়েছি। অতিমারী করোনার সময় আমরা আপনাদের পাশে ছিলাম। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। খুলনার উন্নয়নের জন্য যা প্রয়োজন আমরা সেসব উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করছি। আরও অনেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শিল্পাঞ্চল হিসেবে খুলনার হারানো গৌরব আবারও ফিরিয়ে আনা হচ্ছে। খুলনাকে দেশের অর্থনীতির হাব করার লক্ষে অর্থনৈতিক জোন করা হচ্ছে। নগরীকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক সিটিতে পরিণত করা হচ্ছে। আর এসব উন্নয়ন কাজকে অব্যাহত রাখতে হলে আবারও নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ২৮নং ওয়ার্ডের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার বাদল। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আযম খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যা. দেলওয়ারা বেগম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও জামাল উদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ, হাফেজ মো. শামীম, নির্বাহী সদস্য অধ্যা. রুনু ইকবাল বিথার, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী জাহিদ হোসেন, এ্যাড. তারিক মাহমুদ তারা, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, রেখা খানম, শিউলি সারোয়ার, ইমরান হোসেন, মোল্লা আব্দুল হাই, শাহ মো. জাকিউর রহমান, আওয়াল হোসেন ছোটন, ইকবাল হোসেন সহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে তিনি সকালে নগরীর ১৮নং ওয়ার্ডের খালাশী মাদ্রাসার মোড়, গাজী মেডিকেল কলেজ হাসপতাল এলাকা, সোনাডাঙ্গা কাঁচা বাজার ও ট্রাক টার্মিনাল, নবপল্লী এলাকা, সিদ্দিকীয়া মহল্লা, গোবরচাকার নবীনগর মোড়, শাহবাড়ীর মোড়, ১৮নং ওয়ার্ড নির্বাচন কার্যালয় এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মু্িক্তযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকদিরে এলাহী, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর রোজী ইসলাম নদীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ওয়ার্ডের বিভিন্ন সেন্টার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।