স্থানীয় সংবাদ

খুলনা জেলা বিএনপি’র মশাল মিছিল

অসহযোগ আন্দোলনে অবরোধ সমর্থনে

স্টাফ রিপোর্টার ঃ অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনে তিনদিনের গণসংযোগের পর আজ রবিবার সারাদেশে বিএনপি’র একদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল করেছে খুলনা জেলা বিএনপি। এসময় বিএনপি নেতারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ ও ‘পাতানো’ উলে¬খ করে সারাদেশের ন্যায় খুলনাবাসীর প্রতি ভোট বর্জনের আহ্বান জানান। পাশাপাশি নেতারা অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন।
মশাল মিছিলে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল¬া মোশারফ হোসেন মফিজ ও এসএম শামীম কবির, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল¬া সাইফুর রহমান, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমীন বাবুল, বিএনপি নেতা মোঃ সরোয়ার হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল¬াহ, জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী হাসান মিন্টু, খান ইসমাইল হোসেন, আবুল কালাম লস্কর, এসএম মারুফ আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি আইয়ুব হোসেন মোল¬া, শফিকুল ইসলাম বাচ্চু, শরিফুল আলম, মাহমুদুল হাসান লোটাস, হাবিবুর রহমান বেলাল, মোঃ লিটন তালুকদার, বাহাদুর মুন্সি, পীর আলী, মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, মফিজুল ইসলাম মিঠু, গাজী শহিদুল ইসলাম, হেলাল উদ্দীন, মিল্টন রায়, ইমরান খান, তানভীর আলম, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম, কাজী জাকারিয়া, মোঃ মনির লস্কার, জাফর হাসান, মোঃ নয়ন আসাদুজ্জামান ইস্রাইল বাবু, ইসমাইল খান, মনিরুজ্জামান সোহাগ, বাইজিদ, তরিকুল, ইয়াসিন আরাফাত, আরিফ শেখ রব্বানি প্রমূখ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button