৮৬০ গ্রাম গাঁজা, ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর ৪নং ফুড ঘাটের মৃত: মোতালেব হাওলাদারের ছেলে সুজন হাওলাদার(২৮), মিয়াপাড়া মেইন রোডের আনোয়ার শেখের ছেলে মোঃ কামাল শেখ(২০), উত্তর কাশিপুর বাইতিপাড়া রোডের বাসিন্দা হাবিবুর রহমান পান্নুর ছেলে পারভেজ হোসেন হৃদয়(২০), পাবলা কারিকরপাড়া প্রাইমারী স্কুলের পিছনের বাসিন্দা চান মিয়া শেখের ছেলে মোঃ মুরাদ শেখ(৩৫), আড়ংঘাটা বাজারের বাসিন্দা মিয়ারাজ সরদারের ছেলে মোঃ সোবহান সরদার(২১), বাদূরগাছার হাবিবুর রহমান খালাসীর ছেলে মোঃ বাদশা খালাসী(১৯)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮৬০ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা দায়ের করা হয়েছে।