স্থানীয় সংবাদ

মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান উদ্ধার প্রায় ১৬ কেজি গাঁজাসহ নারী দম্পতি আটক

খানজাহান আলী থানা পুলিশের অভিযান

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় সালমা বেগম(২৬) ও তার স্বামী মো. মোর্শেদ মিয়া(২৫)কে আটক করেছে পুলিশ। গতকাল রাত সোয়া ১টায় শিরোমণি উত্তরপাড়া ও মীরেরডাঙ্গা এলাকার দুটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে খুলনার এ যাবতকালের সব থেকে বড় গাঁজার চালান আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ। পুলিশ জানায়, বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর আসে খানজাহান আলী থানা এলাকায় মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান ঢুকেছে। এমন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. মমতাজুল হক ও ওসি তদন্ত পলাম কুমারের নেতৃত্বে খানজাহান আলী থানার একটি চৌকস টিককে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। খানজাহান আলী থানার এস আই অয়ন তীর্থ পাইক, পীযুষ দাস, সুমঙ্গল কুমার দাস, এস এম রাজিবুল ইসলাম, মো. আলমগীর হোসেন, এ এস আই মো. তুহিন মিয়া, শরিফুল ইসলাম মোল্যা, সানাউল্লাহ নুরী, তপন কুমার মন্ডলসহ থানার একটি চৌকশ টিম সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। বিভিন্নœ তথ্য উপাথ্য যাচাই বাছাই করে নিশ্চিত হওয়ার পর ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টার শিরোমণি উত্তরপাড়ার আবুল হোসেনের দুতলার বাড়ীর নিচতলায় অভিযান চালানো হয়। অভিযানে দুইতলা বাড়ীর নিচতলার ভাড়টিয়া সালমা বেগম ও মো. মোর্শিদ মিয়ার কাছ থেকে দুটি পলিথিনের মধ্যে থাকা ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তিতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে থানা এলাকার মীরেরডাঙ্গা রংমিল রোডস্থ জনৈক কল্পনা বেগমের রওশন ভিলার দ্বিতীয় তলার সালমা ও মোর্শিদের ভাড়াবাসার ঘর থেকে পলিথিনের বস্তার মধ্যে রাখা আরো পনেরোটি প্যাকেটে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সালমা বেগম(২৬) ও তার স্বামী মো. মোর্শিদ মিয়া(২৫)কে আটক করা হয়। আটককৃত সালমা বেগম দৌলতপুর থানাধিন গোলকধাম এলাকার বাসিন্দা এবং তার স্বামী মো. মোর্শিদ মিয়া হবিগঞ্জ জেলার আফজালপুর বহরা গ্রামের মো. ইদ্রিস আলীর পুত্র। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে (মামলা নং -১৪ তাং- ২৭/১২/২০২৩)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button