নগরীতে গাঁজা মদ ইয়াবাসহ সাত মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর ৫নং মাছ ঘাটের মৃত: জালাল শিকদারের ছেলে শহিদুল শিকদার(৩৫), মুজগুন্নীর আবুল বাশারের ছেলে রানা হাওলাদার(২০), শিরোমণি উত্তরপাড়ার মৃত: শেখ হোসেন আলীর ছেলে শেখ মুরাদ হোসেন(৪২), রাজাপুরের আলম মোল্লার ছেলে মোঃ রাসেল মোল্লা(২৪), রাজাপুরের মৃত: রামচন্দ্র সাহানীর ছেলে স্বপন সাহানী(৩৭), সোনাডাঙ্গা মেইন রোডের মৃত: জনার্ধন সরকারের ছেলে গৌতম সরকার(৪৮), সোনাডাঙ্গা সোলাইমান নগরের মৃত: আব্দুল মান্নান মৃধার ছেলে শুকুর আলী মৃধা ওরফে খোকন(৫৩)। এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬৫০ গ্রাম গাঁজা, ৭০ লিটার মদ এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।